সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় (২১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২২ সেপ্টেম্বর সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৯ জন। তাদের নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে শনাক্ত হলেন ছয় হাজার ৯৫ জন। বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।
আর এতে করে চলতি মাসের ২১ দিনেই শনাক্ত রোগী সংখ্যা জুলাইয়ে শনাক্ত হওয়ার রোগীর তিনগুণ বেশি। চলতি বছরের জুলাইতে ডেঙ্গুতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলেন দুই হাজার ২৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২২৯ জনের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৬ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন।
দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি আছেন এক হাজার ১৮ জন। তাদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৩ হাসপাতালে ভর্তি আছেন ৮১৯ জন আর বাকিরা ভর্তি আছেন দেশের অন্যান্য বিভাগের হাসপাতালে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৪৫১ জন আর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৩৭৪ জন।
কন্ট্রোল রুম জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে জুলাইতে মারা গেছেন ১২ জন, আগস্টে ৩৪ জন আর চলতি মাসে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ জন।
তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলেও জানায় কন্ট্রোল রুম। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ২৩ দশমিক নয় শতাংশের বয়স শূন্য থেকে ১০ বছর বয়সের মধ্যে । এছাড়া ১১ থেকে ২০ বছর; ২০ দশমিক ছয় শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ভর্তি হয়েছেন ১৮ দশমিক এক শতাংশ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ভর্তি হয়েছেন ১৬ দশমিক এক শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ভর্তি হয়েছেন ১০ দশমিক তিন শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ভর্তি হয়েছেন পাঁচ দশমিক দুই শতাংশ, শূন্য থেকে এক বছরের মধ্যে ভর্তি হয়েছে তিন দশমিক দুই শতাংশ আর ৬০ বছরের ঊর্ধ্বে ভর্তি হয়েছেন দুই দশমিক ছয় শতাংশ।