ছিনতাই ঘটনার স্বাক্ষীকে চুরির মামলা দিয়ে হয়রানী

ওয়ান নিউজ ডেস্ক :
ভোলার লালমোহন উপজেলার পাঙ্গাসিয়া গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধ ও ব্যবসায়ীর টাকা ছিনতাইর ঘটনায় স্বাক্ষী হওয়ার জেরে হাদিস মিয়া নামের এক দিন মজুরকে চুরির মামলা দিয়ে হয়রানী অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, গত প্রায় ১৫ দিন আগে স্থানীয় পাঙ্গাসিয়া বাজারের ব্যবসায়ী মামুনের ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এই ছিনতাই ঘটনায় লালমোহন থানায় অভিযোগ হয়। অভিযোগটি মামলায় পরিণত হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। এই অভিযোগের অন্যতম আসামী সিরাজের ভাই সালাউদ্দিন বাদী হয়ে গত ৯ এপ্রিল লালমোহন থানায় একটি চুরির মামলা করে। মামলা নং-১০। এই চুরির মামলায় আসামী করা হয়, ব্যবসায়ীর টাকা ছিনতাই ঘটনার স্বাক্ষী হাদিস মিয়াকে।
ছিনতাই ঘটনার স্বাক্ষী হাদিস মিয়াকে শুক্রবার আটক সালাউদ্দিনের চুরির মামলায় জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
সংসারের একমাত্র উপার্যনক্ষম হাদিসকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবী করেন হাদিস মিয়ার বৃদ্ধ পিতা লাল মিয়া। তিনি বলেন, পরিবারের ছোট ছোট বাচ্চাদের কান্না থামছে না। এ ব্যপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা চাই।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির বলেন, ভুক্তভোগী বা ক্ষতিগ্রস্তরা থানায় এলে মামলা নেয়া হয় এটা স্বাভাবিক। তবে তদন্ত কাজে পুলিশ কোনো পক্ষ পাতিত্ব করে না। কোনো নিরীহ মানুষ অহেতুক হয়রানী হোক সেটাও পুলিশ প্রত্যাশা করে না। আইন সবার জন্য সমান।
স্থানীয় সুত্রে জানাগেছে, গত প্রায় ১৫ দিন আগে উপজেলার পাঙ্গাসিয়া বাজারের গার্মেন্টস ব্যবসায়ী মামুনকে মারধর করে প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় কয়েকজন দুর্বৃত্ত । পরে আরো টাকার জন্য মামুনকে তার দোকানের মধ্যে রাতভর আটকে রাখে দুর্বৃত্তরা। এর ৩ দিন পর ৬ দুর্বৃত্তকে আসামী করে লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী মামুন। অভিযোগটি মামলায় পরিণত হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। থানায় দায়ের করা এই ছিনতাই অভিযোগপত্রে স্বাক্ষী হন পাঙ্গাসিয়া গ্রামের দিন মজুর লাল মিয়ার ছেলে হাদিস মিয়া।
জানাগেছে, ব্যবসায়ী মামুনের টাকা ছিনতাই’র ঘটনায় অভিযুক্ত সিরাজের পিতা খালেক মৃধার সাথে একই এলাকার বৃদ্ধ মফিজ উদ্দিন ও তার ভাই লোকমান হোসেনের সাথে পাঙ্গাসিয়া বাজারের দোকান ভিটি দখল নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে। যার কারনে বৃদ্ধ মফিজ উদ্দিন ও তার ভাই লোকমান হোসেনকেও কথিত এই চুরির মামলায় আসামী করেছে ছিনতাই ঘটনায় অভিযুক্ত সিরাজের ভাই সালাউদ্দিন। বৃদ্ধ হাফিজ ও লোকমানও জেল হাজতে রয়েছেন কথিত চুরির মামলায়।
এলাকার ইউপি মেম্বার আশরাফুল আলম টুলু সহ অনেকে জানান, মামলাটি একেবারে সাজানো। মামলার বাদীর সাথে এই কতিত ১৫ লাখ টাকা চুরির মামলার আসামীদের সাথে দীর্ঘ দিন ধরে পাঙ্গাসিয়া বাজারের দোকান ভিটি নিয়ে বিরোধ রয়েছে। আমরা প্রশাসনকে সব ডকুমেন্ট দেখিয়েছি। প্রশাসন সঠিক তদন্ত করলে বিষয়টি পরিস্কার হয়ে যাবে। সত্য কখনও গোপন থাকে না। নির্দোষ গরীব মানুষকে অযথা হয়রানি করলে তারাও একদিন খেসারত দিবে।

১১/৫/১৯্ং