সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: চুরি করতে প্রাইভেটকার নিয়ে গ্রাম থেকে দলবল নিয়ে রাতে হানা দেন রাজধানীর বিভিন্ন এলাকায় দোকানে দোকানে। হাতের কাছে যা মেলে তুলে নেয় গাড়িতে। পাঁচ শতাধিক চুরির ঘটনার মূলহোতা মাদারীপুরের এ ইউপি সদস্য। সম্প্রতি রাজধানীর মিরপুর থেকে চুরি করে ফেরার পথে এ চক্রটি হাতেনাতে ধরা পড়েছে পুলিশের হাতে।
মাদারীপুরের শিরখাঁড়া ইউনিয়নের ইউপি সদস্য আজিজুল হক ফকির। জনপ্রতিনিধিত্বের আড়ালে গড়ে তোলে ৫ জনের একটি চোরচক্র। চুরির টাকায় কেনা নিজের সাদা প্রাইভেটকার নিয়ে প্রায়ই মাদারীপুর থেকে হানা দেন রাজধানীতে। হাতের কাছে যা মেলে তাই তুলে নেন গাড়িতে। গত সোমবার (২৬ সেপ্টেম্বর) বেনারসি পল্লি থেকে চুরি করেন লেহেঙ্গা আর শাড়ি।
পুলিশ বলছে, মুহূর্তেই বাসাবাড়ির গ্রিল কেটে মূল্যবান সম্পদ চুরি করতে পারে চক্রটি। রাজধানীর কাফরুলে চুরি শেষে ফেরার পথে ধরা পড়েছে পুলিশের হাতে।
ব্রিফিংয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, সম্প্রতি রাজধানীতে বেড়েছে ছিনতাই আর চুরির ঘটনা। এ নিয়ে অভিযান চালানো হয়। দ্রুত তারা চুরির কাজটি করতে পারে। যাওয়ার সময় মিরপুরের বেনারসি পল্লি থেকে তাদের স্ত্রীদের জন্য শাড়ি ও লেহেঙ্গাও নিয়ে যান। আমাদের বলেছে, তাদের স্ত্রীদের জন্য এটি নিয়েছে। এসব জিনিস তারা (স্ত্রী) পছন্দ না করলে আবার তারা নতুন করে দোকানের তালা খুলে নিয়ে যাবে।
ডিএমপির এ কর্মকর্তার তথ্যমতে, গত এক মাসে রাজধানীতে ৭৩টি বড় চুরির ঘটনা ঘটেছে। আর চার হাজার চোরের ডাটাবেজ পুলিশের কাছে আছে। চুরি কমাতে বিশেষ নজর দেয়া হচ্ছে।