অনলাইন ডেস্ক: মল্লিকা শেরাওয়াত থেকে জ্যাকুলিন ফার্নান্দেজ- রুপালি পর্দায় এমন বহু সুন্দরীকে চুমু খেয়েছেন বলিউড সুপারস্টার ইমরান হাশমি। তার ছবি মানেই চুমুর দৃশ্যটি থাকবেই। কিন্তু চুমু খেতে খেতে সেই সিরিয়াল কিসার এবার ক্লান্ত হয়ে পড়েছেন। ইমরান জানিয়েছেন, ১৭ বছর ধরে পর্দায় চুমুর পর চুমু খেয়ে তাঁর ঠোঁট ফুলে গেছে। তার নতুন ছবি চিট ইন্ডিয়ার মুক্তির প্রাক্কালে এভাবেই সংবাদমাধ্যমের সামনে মনের কথা খুলে বললেন ইমরান হাশমি।
সম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমকে ইমরান জানিয়েছেন, আমি চুমু খেতে খেতে ক্লান্ত। কেউ আমার যন্ত্রণা বোঝে না। ভাই, তুমি সতেরো বছর ধরে করে দেখাও। ছবি পিছু কুড়িটা করে চুমু। আমার ঠোঁট ফুলে গেছে।
তবে এই ট্যাগ যে তাকে বলিউডে তারকা হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে তা মেনে নিয়েছেন ইমরান। তিনি বলেন, এমনটা নয় ওই ইমেজের কারণে আমি লাভবান হইনি। আমার বহু ছবি হিট করেছে এই কারণেই। অভিনেতাদের সঙ্গে এমনটাই হয়। দর্শকরা লেবেল লাগাতে চায়।
একটা ইমেজ তৈরি হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা যে কঠিন, তাও মেনে নিচ্ছেন ইমরান হাশমি। সে জন্য ভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে হবে বলে জানান তিনি।