সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: বাজার স্থিতিশীল করতে চালসহ ভোজ্যতেল, চিনি ও খেজুর আমদানিতে শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (৭ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
বর্তমানে চাল আমদানিতে শুল্ক ও ভ্যাটসহ প্রায় ৬৩ শতাংশ কর দিতে হয়। নতুন আদেশে মোট ট্যাক্স ইনসিডেন্স (টিটিআই) কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
এছাড়া তেল আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে এবং উৎপাদন ও খুচরা পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে খেজুর আমদানিতে শুল্ক কমিয়ে ৪৩ শতাংশ করা হয়েছে, যা আগে ছিল প্রায় ৫৯ শতাংশ।
চিনি আমদানিতে এতদিন শুল্ক ছিল প্রতি মেট্রিক টনে ১,৫০০ ডলার, তা কমিয়ে ১ হাজার ডলার করা হয়েছে।