অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের হোগলা নামক স্থানে বাসের ধাক্কায় ইব্রাহিম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত ইব্রাহিম হচ্ছেন হোগলা লেবু বাজার মিস্ত্রীপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।
আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে গোমস্তাপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কের হোগলা মসজিদের সামনে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক চালককে আটকসহ বাসটি জব্দ করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
গোমস্তাপুর থানার ওসি মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবেদনের প্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।