নিজস্ব প্রতিবেদক : পূর্বের দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে জোরপূর্বক গাড়ীতে তুলে নিয়ে আটক রেখে নগদ টাকা স্বর্নালংকার লুটে নিয়ে ষ্টাম্প ও চেকে স্বাক্ষর রেখে আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে গেছে সোহেল শেখ নামীয় এক কসমেটিকস ব্যবসায়ীকে। ঘটনাটি ঘটেছে কদমতলী থানাধীন বড়ইতলা নামক স্থানে।
বাদীর দায়েরকৃত এজাহারের ভিত্তেতে কদমতলী থানার মামলা নং ২২ তারিখ ১৫-০১-১৯ইং ধারা ১৪৩/৩৪১/৩৪২/৩৮৫/৩৮৬/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ দঃবিঃ’র আলোকে জানা যায়, আসামী সুমন, মোয়াজ্জেম বেপারী, রফিকুল ইসলাম, শিপন শেখ, জাহাঙ্গীর, জামাল হোসেন সহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসী ১৩ জানুয়ারি দুপুর ১২ ঘটিকার সময় বাসা থেকে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় জোড়পূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে তাহাকে মারধর করে তাহার সাথে থাকা ১৭৪২৫০ টাকা ৩ ভরি স্বর্ন নিয়ে নেযার পর ৩টি ১০০ টাকার ষ্ট্যাম্প ও চেকে সই করিয়ে রাখার পর রাত ৮টার দিকে শহীদ মোক্তার হোসেন ব্রীজের পাশে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়।
উল্লেখ্য যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ বাদীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো। না পেয়ে এ ঘটনাটি ঘটায় এবং ব্যাংকে ১০ লক্ষ টাকা না রাখলে খুন করবে বা চেক ডিজনার করে মামলা দিবে বলে হুমকি প্রদর্শন করে।