চলে গেলেন হাসন রাজা পরিবারের সৈয়দা শামসু নাহার

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের তেঘরিয়া সাহেব বাড়ী নিবাসী মরমী কবি হাসন রাজার নাতী মরহুম দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী’র সহধর্মিণী, সাবেক সাংসদ দেওয়ান শামসুল আবেদীন. সদর উপজেলার সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম দেওয়ান মমিনুল মউজদীন ও দেওয়ান গনিউল সালাদীনের মাতা. সৈয়দা শামসু নাহার গতরাত ১টা ২০মিনিটের সময় সিলেটে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার জানাযার নামাজ আজ বাদ জুম্মা বেলা ২ ঘটিকায় তেঘরিয়া লক্ষণশ্রী ঈদগাহে অনুষ্ঠিত হবে।মহান আল্লাহ এই মহীয়সী নারীকে জান্নাতবাসী করুন।