সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: আমরা শোকাহত তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বাংলাদেশ সিভিল সার্ভিসের কীর্তিমান সদস্য সাবেক সচিব বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ইমাম উদ্দিন আহমেদ চৌধুরী গতকাল রাতে সিলেট শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )৷ মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর৷ আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ৷ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ৷ আগামি শুক্রবার বাদ জুমা জানাযা শেষে হযরত শাহজালাল (র.) দরগাহ সংলগ্ন কবরাস্থানে তাঁকে দাফন করা হবে৷ ইমাম উদ্দিন চৌধুরী ১৯২৯ সালে সিলেট সদর মহকুমার রেঙ্গা দাউদপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন ৷ তাঁর পিতা খান বাহাদুর গৌছ উদ্দিন চৌধুরী ছিলেন আসাম পার্লামেন্টের এমএলএ ৷ ইমাম উদ্দিন চৌধুরী আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন ৷ তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ১ম শ্রেণী পেয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন৷ ১৯৫২ সালে অনুষ্ঠিত পাকিস্তান সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষায় কৃতকার্য হয়ে ১৯৫৩ সালে পাকিস্তান রেলওয়ে সার্ভিস অব ইঞ্জিনিয়ার্স-এ যোগদান করেন৷ দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ রেলওয়ের চীফ ইঞ্জিনিয়ার, মহাপরিচালক,পরিকল্পানা কমিশনের সদস্য,পরিকল্পানা মন্ত্রনালয়ের সচিব ,রেলওয়ে বিভাগের সচিব ও গণপূর্ত মন্ত্রনালয়ের সচিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন৷ তিনি অগ্রণী ও সোনালি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন৷ ১৯৯০ সালে বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ ইমাম উদ্দিন আহমেদ চৌধুরীকে তত্বাবধায়ক সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রদান করেন ৷ মরহুম ইমাম উদ্দিন চৌধুরী ছিলেন একজন অসাধারণ মেধাবী কর্মকর্তা ৷ তিনি ছিলেন সজ্জন ও পরোপকারী মানুষ ৷ তাঁর অগ্রজ সাবেক IGP ই.এ.চৌধুরী ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি ৷ তাঁর এক সন্তান ডা. নিয়াজ আহমদ চৌধুরী দেশের একজন প্রথিতযশা চিকিৎসক ৷ হে রাহমানুর রাহিম আপনি মরহুমকে জান্নাতবাসী করুন ৷ আমিন৷