গাজীপুরে ময়লার স্তূপে যুবকের মরদেহ

অনলাইন ডেস্ক: গাজীপুর সদর উপজেলার মনিপুর খাস পাড়া এলাকায় ময়লার স্তূপ থেকে আজ বুধবার এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম কামরুজ্জামান (৩০)। তিনি গাইবান্ধা সুন্দরগঞ্জ থানার মালদহ ডাপাঁচিলা এলাকার নয়া মিয়ার ছেলে এবং স্থানীয় বিকে বাড়ি তালতলী এলাকার বেঙ্গল হারিকেন কারখানার স্টোর সহকারী হিসেবে চাকরি করতেন।

জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির এসআই মো. সাইফুল মালেক জানান, কামরুজ্জামান ওই এলাকায় সপরিবারে ভাড়া থেকে কারখানায় চাকরি করতেন। মঙ্গলবার রাতে কারখানায় ডিউটির কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।

আজ সকালে এলাকাবাসী ময়লার স্তূপে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।