অনলাইন ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের ভাওরাইদ এলাকা থেকে আফরোজা আক্তার (২৫) নামে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। আফরোজা ওই এলাকার শাহজাহান মিয়ার স্ত্রী। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন জানান, নিহতের গলায় দাগ রয়েছে। এটি হত্যা, না আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।