গাজীপুরের শ্রীপুরে আজিজ কেমিক্যাল কারখানায় আগুন

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরের মুলাইদ এলাকার আজিজ কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (০৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় আগুনের সূত্রপাত হয়। শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, কারখানার টিনশেডে আগুন লেগে ধোঁয়া বের হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন নিয়ন্ত্রণে মাওনা, ভালুকা এবং গাজীপুর ফায়ার সার্ভিসের ছয় ইউনিট কাজ করছে।