সারাবিশ্বডটকম আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযান নিয়ে তুরস্কের সমালোচনার পর ইসরায়েলের সব কূটনৈতিক কর্মীকে তুরস্ক থেকে ফেরত আনার নির্দেশ দিয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন শনিবার টুইটারে এক পোস্টে বলেন, ইসরায়েল-তুর্কি সম্পর্ক পুনর্মূল্যায়ন করা হবে।কোহেন লিখেছেন, তুরস্ক থেকে আসা গুরুতর বিবৃতির পরিপ্রেক্ষিতে আমি ইসরায়েল ও তুরস্কের মধ্যকার সম্পর্কপুনর্মূল্যায়নের জন্য কূটনৈতিক প্রতিনিধিদের সেখানে ফিরে আসার নির্দেশ দিয়েছি।
বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের সমালোচনা করে বলেন, গাজায় হামলা ‘আত্মরক্ষার পর্যায় থেকে এখন নিপীড়ন, নৃশংসতা, গণহত্যা ও বর্বরোচিত ঘটনার পর্যায়ে চলে গেছে।
শনিবার এরদোয়ান ইস্তাম্বুলে ফিলিস্তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘নতুন গাজার উত্থান হতে না দেওয়ার সংকল্প নিয়ে’ তাদের সমাবেশ ত্যাগ করা উচিত।