সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর ওপরে নির্মিত রাণীগঞ্জ সেতুর দুয়ার খুলে যাচ্ছে সোমবার (৭ নভেম্বর)। ১৫৫ কোটি টাকা ব্যয়ে ৭০২ মিটার দীর্ঘ ও সাড়ে দশ মিটার প্রস্থের এই সেতু চালু হলে রাজধানী ঢাকার সঙ্গে দূরত্ব কমে আসবে ৫৫ কিলোমিটার। এ কারণে আগে যেখানে সাড়ে ছয় ঘণ্টায় ঢাকা পৌঁছাতে হতো, সেখানে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্টায় পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। এছাড়া সেতুটি চালু হওয়ায় সুনামগঞ্জ থেকে দুই ঘণ্টায় পৌঁছা যাবে হবিগঞ্জে। সংশ্লিষ্টরা আরও বলছেন, সিলেট বিভাগের সবচেয়ে বড় এই সেতু চালু হলে হাওরবাসীর যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন হবে। একইসঙ্গে ফেরিমুক্ত হবে সুনামগঞ্জ।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ ৭ বছরে শেষ হয়েছে সেতুটির নির্মাণকাজ। এর আগে দুইশ’ মিটার প্রস্থের কুশিয়ারা নদী দুই ভাগ করে রেখেছিল সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলাকে। দুটি জেলার মানুষ ও যানবাহন চলাচল করতো ফেরি ও নৌকায়। এতে সময় ও অর্থের অপচয় হতো। তাই সিলেট বিভাগের বৃহত্তম এই সেতুর কাজ শেষ হওয়ায় খুশি এলাকাবাসী।