ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ : ফাইল ছবি।

সারাবিশ্বডটকম অনলাইন ডেস্ক: ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়, মাথা নিচু করে চলতে হয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আমার দলের নেতা–কর্মীদের সব সময় বলি, ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়, মাথা নিচু করে চলতে হয়, বিনয় মানুষকে মহান করে।’

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে চট্টগ্রামের ষোলশহরে রাঙ্গুনিয়া সমিতি আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন।

চট্টগ্রাম–৭ আসনের সংসদ সদস্য হাছান মাহমুদ বলেন, ‘আমি সব সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। সরকারের মন্ত্রী ও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি আমি প্রতি সপ্তাহে চট্টগ্রামে ও রাঙ্গুনিয়ায় যাই।’

কেউ স্বীকার করুক না–করুক, গত সাড়ে ১৪ বছরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, সরকার পরিচালনা করতে গিয়ে ভুলত্রুটি থাকবে, ভুলত্রুটি মানুষেরই হয়। পৃথিবীর কোনো সরকার শতভাগ নির্ভুল কিছু করতে পারে না। ৫০০ বছর অতীতের সরকারেও ভুল ছিল, আগামী ৫০০ বছর পরের সরকারেরও ভুল থাকবে। তবে দেখতে হবে, সরকার দেশটাকে এগিয়ে নিয়ে গেছে কি না।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, রাঙ্গুনিয়া একটি কৃষিপ্রধান জনপদ। প্রচুর কৃষিজমি অনাবাদি পড়ে রয়েছে। এখানে কৃষিজমি অনাবাদি পড়ে থাকার কারণ নেই। তিনি বলেন, অনেক মানুষ বিদেশে গেছেন, সেখান থেকে টাকা পাঠান, পরিবারের অন্যরা কাজ না করে জমিগুলো অনাবাদি ফেলে রেখেছেন, এতে দেশের ক্ষতি হচ্ছে। রাঙ্গুনিয়ার কোনো কৃষিজমি যাতে অনাবাদি না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

রাঙ্গুনিয়া সমিতির আহ্বায়ক খালেদ মাহমুদের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেকান্দর চৌধুরী, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী তফাজ্জল হোসেন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিন্দোল দাশ, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার প্রমুখ।