সারাবিশ্বডটকম স্পোর্টস ডেস্ক: দেখতে দেখতে মাঝপথে চলে এসেছে কাতার বিশ্বকাপ ইতোমধ্যে দুই পর্ব শেষ হয়েছে। আগামী ৯ ডিসেম্বর শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের খেলা।
মঙ্গলবার রাতে পর্তুগাল-সুইজারল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হয়েছে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। সামনে শুরু হবে শীর্ষ আট দলের যুদ্ধ। এবার চলুন একনজরে দেখে নিই কবে, কখন, কে কার মোকাবিলা করবে।
২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি:—
৯ ডিসেম্বর: ব্রাজিল—ক্রোয়েশিয়া, রাত ৯টা, দোহা
৯ ডিসেম্বর: আর্জেন্টিনা—নেদারল্যান্ডস, রাত ১টা, লুসাইল
১০ ডিসেম্বর: মরক্কো—পতুর্গাল, রাত ৯টা, দোহা
১০ ডিসেম্বর: ইংল্যান্ড—ফ্রান্স, রাত ১টা, আল খোর