অনলা্ইন ডেস্ক: কুষ্টিয়ার এক মাদরাসায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে মাদরাসার বার্বুচিসহ চার শিক্ষার্থী দগ্ধ হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে শহরের থানাপাড়ার মোমতাজুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হচ্ছে- মাদরাসাছাত্র তানভীর (১৩), নাঈম (১৫), মহিবুল (১৬), ইমরান (১৫) ও বাবুর্চি ফুলবাস (৫৫)। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মোমতাজুল উলুম মাদরাসার অধ্যক্ষ আরিফুজ্জামান জানান, শুক্রবার রাতে মাদরাসার আবাসিক শিক্ষার্থীদের রান্নার জন্য বাবুর্চি ফুলবাস গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করেন। গ্যাসের চুলায় সমস্যার কারণে তাতে আগুন জ্বলছিল না। গ্যাস সিলিন্ডার চালু রেখেই বাবুর্চি দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করলে আগে থেকে চালু থাকা গ্যাস রান্না ঘরের ভিতরে ঘনীভূত থাকার ফলে দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে পুরো রান্না ঘরে আগুন লেগে যায়।
এ সময় বাবুর্চির সঙ্গে মাদরাসার কয়েকজন শিক্ষার্থী রান্না ঘরে উপস্থিত ছিল। এতে বাবুর্চিসহ চার শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রাকিবুল হোসেন বলেন, ১০ শতাংশের নিচে তারা দগ্ধ হয়েছে। তারা আশঙ্কামুক্ত।