অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জে সহপাঠীর ছুরিকাঘাতে মেহেদি হাসান জয় (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। সে কিশোরগঞ্জ সদর উপজেলার আতকাপাড়া গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। স্থানীয় আব্দুল গণি কারিগরি স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল জয়। এ ঘটনায় পুলিশ এক জনকে আটক করেছে।
আজ মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ার জন্য স্কুলে যায় জয়। প্রাইভেট পড়ার সময় বহিরাগত দুইজন তাকে ডেকে নিয়ে যায়। পরে স্কুল প্রাঙ্গণেই একই স্কুলের দশম শ্রেণির ছাত্র সাব্বিরের সঙ্গে কথা কাটকাটি এবং হাতাহাতি হয়।
এ সময় প্রাইভেট শিক্ষক এখলাছ উদ্দিন ঝগড়া থামাতে গেলে সাব্বির ও বহিরাগতরা তার মুখে ছুরিকাঘাত করে। পরে সহপাঠী জয়ের বুকেও ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। স্থানীয়রা জয়কে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিজেদের মাঝে সিনিয়র ও জুনিয়র মর্যাদা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ এ ঘটনায় তারেক নামে বহিরাগত এক জনকে আটক করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।