সারাবিশ্বডটকম রিপোর্ট: বরিশাল বিভাগের ৭৩ টি মসজিদে ঈদুল আযহার আগাম জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। এর মধ্যে প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী হাজী বাড়ী শাহসুফি জাহাগীরিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়।
এরা চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহসুফি দরবার শরীফের অনুসারী। পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে তার সাথে তাল মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহাসহ যাবতীয় ধর্মীয় আচার পালন করেন তারা। তাঁজকাঠী হাজী বাড়ী শাহসুফি জাহাগীরিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মতিউর রহমান মিঠু জানান, নগরীর ৭টি মসজিদ, বাবুগঞ্জের রাকুদিয়া, নলছিটির দপদপিয়া, পটুয়াখালীর বাউফল, বগা, ও রাঙ্গাবালী এবং বরগুনার ডাবুয়াসহ বিভাগের ৭৩ টি মসজিদে শনিবার ঈদুল আযহার জামাতের আয়োজন করা হবে।
ঈদ জামাত শেষে তারা মহান সৃষ্টিকর্তার নামে পশু কোরবানিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করবেন। বিভাগের অন্তত ২০ হাজার পরিবারের ১ লাখ মানুষ শনিবার আগাম ঈদ উদযাপন করবেন বলে তিনি জানান।