কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আর্থ-সামাজিক গুরুত্ব বিবেচনায় নিতে হবে।

আজ বুধবার সচিবালয়স্থ স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর অগ্রগতির ওপর পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়নে গৃহীত সকল প্রকল্প সময়মতো বাস্তবায়ন করতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নত গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার ভূমিকা সবচেয়ে বেশি। এলজিইডির মাধ্যমে বাস্তবায়িত গ্রামীণ অবকাঠামো প্রকল্পসমূহ গ্রামের জীবনযাত্রায় নতুন গতি সঞ্চার করবে।

সভায় জানানো হয়, স্থানীয় সরকার বিভাগ ২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২৪ হাজার ৩০৮ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে ২০৬ টি প্রকল্প বাস্তবায়ন করছে। যার মধ্যে বিনিয়োগ প্রকল্প ১৯৭টি ও কারিগরী সহায়তা প্রকল্পের সংখ্যা ৯টি।

সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নাধীন ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে অন্তর্ভুক্ত ১১৬টি প্রকল্পের উপর পর্যালোচনা করা হয়।