করোনায় শনাক্ত ৬২০ চার জনের মুত্যু,

সারাবিশ্বডটকম অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৪ জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন ৪৪৬ জন।  এর আগে গতকাল শনাক্ত ছিল ৬২০ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ২৬২ জন এবং শনাক্ত ২০ লাখ ১ হাজার ৩৪৫ জন। শনিবার  (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ১০ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন এক হাজার ৪৩৪ জন, এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৩৪ হাজার ৬৯৩ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৪৪৭টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪  হাজার ৪১৫টি। এখন পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ৪৯ হাজার ৮৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ১০ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬ দশমিক ৬৭ জন। মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে ঢাকায় মারা গেছেন দুজন, খুলনায় একজন ও সিলেটে একজন।