সারাবিশ্বডটকম রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৮০ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ০৭ শতাংশ।
শনিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল শনাক্ত ছিল ১ হাজার ৬৮৫ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১৩৮ জন এবং শনাক্ত ১৯ লাখ ৬৩ হাজার ৪৯৩ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৪৫৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৪৯২টি। এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ৮১ হাজার ৩৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৫ দশমিক ০৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১০ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১ জন এবং নারী ২ জন। মৃত্যুবরণকারীদের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন আছেন। এরমধ্যে ঢাকায় ২ জন এবং বরিশালে একজন আছেন।