সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. শামসুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (২০ জুন) নিজ বাসায় তিনি মারা যান। এরপর তার নমুনা নিয়ে পরীক্ষা করলে বৃহস্পতিবার (২২ জুন) করোনা শনাক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, ডা. শামসুর রহমান গত সোমবার নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর কয়েকদিন আগে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন।
তিনি আরও জানান, সেই সন্দেহ থেকে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করি। পরে তার করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। ওনার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় একজন মারা গেছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ১৩৫ জন।