সারাবিশ্বডটকম অনলাইন নিউজ: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৯ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৭ হাজার ৯৭০ জনের। নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৮৮৮টি।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ৬ জনই ঢাকার। এছাড়া রংপুর ও চট্টগ্রামে মারা গেছেন ১ জন করে। তবে অন্যান্য বিভাগগুলো ছিল মৃত্যুহীন।
বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, নতুন করোনা শনাক্ত হয়েছে আরও ২৩৭ জন। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১.২৫ শতাংশ। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩৬০ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন।
উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।