সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: পদোন্নতি পাওয়া পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬২ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি ও বদলির আদেশের কথা জানানো হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
পুলিশ সদর দফতরের আজিজুল ইসলামকে নৌ-পুলিশে, ড. আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়াকে হাইওয়ে পুলিশে, ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ ৬২ জনকে রাজারবাগের পুলিশ টেলিকমে বদলি ও পদায়ন করা হয়।