এসবি মিলন :
লালমোহন – ঢাকা নৌ রুটে চলাচলকারী এম,ভি গ্লোরী অব শ্রীনগর-২ লঞ্চের করনিক মোঃ হোসেনকে ১ দিনের পুলিশি রিমান্ডে নেয়া হয়েছে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাকে লালমোহন থানায় নেয়া হয়। গত ২৫ মার্চ এই লঞ্চ থেকে ১৪৪ ক্যান বিয়ার এবং বড় ৮ বোতল বিদেশী মদ উদ্দারের সময় এই করনিককে আটক করা হয়েছিল। পরে তাকে আসামী করে মাদক আইনে মামলা করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা লালমোহন থানার ওসি (তদন্ত) বশির আলম বলেন, মামলাটি প্রতিবেদন দাখিলের জন্য আসামী মোঃ হোসেনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই তাকে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে।
৬ -৪ -১৯ইং