সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: মধ্যরাতে রাজধানীর ওয়ারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের একটি ভবনে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। রাত ২টায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।