সারাবিশ্বডটকম অনলাইন ডেস্ক: বাংলাদেশসহ ব্রিটেনের বাইরে থেকে স্বামী বা স্ত্রী আনার ক্ষেত্রে ২০২৪ সালের এপ্রিল থেকে আবেদনকারীর নুন্যতম আয় বছরে দেখাতে হবে ৩৮ হাজার ৭০০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৩ লাখ ৪৬ হাজার টাকা। বর্তমানে বহাল থাকা ১৮ হাজার ৬০০’র স্থানে একলাফে দ্বিগুনের বেশি বাড়ানোর সিদ্ধান্তে নাগরিকদের মধ্যে হুট করে উদ্বেগ বেড়েছে। এদিকে স্পাউস ভিসায় আয়সীমার বর্ধিত শর্তে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা।
ন্যূনতম আয় নিয়ে ব্রিটেনের সংসদে আলোচনা হওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রস্তাবিত বর্ধিত ৩৮ হাজার ৭০০ পাউন্ডের বিষয়টি আবার বিবেচনার কথা বলেছেন। যারা এরই মধ্যে স্পাউস ভিসায় ব্রিটেনে এসেছেন তাদের ভিসা বাড়ানোর ক্ষেত্রে নতুন আয়সীমার শর্ত প্রযোজ্য হবে না বলেও জানানো হয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। এছাড়া বিয়ে ঠিকঠাক থাকলে বাগদত্তা ভিসায় ব্রিটেনে গিয়ে রেজিষ্টার করার সুযোগ রয়েছে।
২০১২ সালের ৯ জুলাই থেকে ব্রিটেনে স্পাউস ভিসার ক্ষেত্রে আয়ের শর্ত যুক্ত করে হোম অফিস। এর আগে বিদেশি স্পাউস ব্রিটেনে আসার পর সরকারের পাবলিক ফান্ডের উপর নির্ভরশীল হবেন না, আবেদনকারীকে এতটুকু নিশ্চিত করলেই হত।
এ ব্যাপারে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির খ্যাতিমান ব্যারিষ্টার ইকবাল হোসেন ও ব্যারিষ্টার শুভাগত দে রবিবার বলেন, নতুন ৩৮ হাজার ৭০০ পাউন্ডের শর্ত আগামী বছরের এপ্রিল থেকে চালু হবার কথা। নতুন শর্ত আরোপ করা হলেও প্রথম দুই তিন মাস অর্ন্তবর্তীকালীন একটি সুযোগ দিতে পারে হোম অফিস। অর্থাৎ একজন আবেদনকারী যদি ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বর্তমান প্রচলিত আয়সীমায় কাজ করেন তাহলে পরের দুমাসের ক্ষেত্রে হঠাৎ করে যে বর্ধিত আয়সীমার শর্ত পূরণ সম্ভব হবে না সেটি হোম অফিস বিবেচনা করবে বলে আমরা আশা করছি। শারীরিক অসুস্থতাসহ নানা অক্ষমতার কারণে যারা কাজ না করতে পারার কারণে পিপ, ডিজেবিলিটি লিভিং এলাউন্সসহ সরকারের স্পেসিফিক কিছু বেনিফিট সুবিধা পান তাদের ক্ষেত্রেও নতুন আয়সীমার শর্ত পূরণ করতে হবে না।
বাংলাদেশিসহ ইমিগ্রেন্ট কমিউনিটিতে হাজার হাজার মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবন এ অমানবিক শর্তের বেড়াজালে বিলম্বিত হবে বলে মনে করছেন কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। শুধুমাত্র স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে এ আয়সীমা হলে দম্পতির দুই সন্তান থাকলে নুন্যতম আয়সীমার শর্ত সেক্ষেত্রে প্রায় পঞ্চাশ হাজার পাউন্ড ছুঁতে পারে। স্পাউস ভিসায় প্রস্তাবিত ৩৮,৭০০ আয়সীমা না করে তা কিছু কমানোর দাবি উঠেছে খোদ ব্রিটিশ সংসদে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি বিবেচনার দাবি জানানো হয়েছে।