এক সপ্তাহ পর উদ্ধার হলো সচিবালয়ের দেয়ালে আটকা বিড়াল

ফাইল ছবি।

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় সচিবালয়ে দুই দেয়ালের মধ্যে আটকে পড়া একটি বিড়াল উদ্ধার করেছেন সচিবালয়ের ফায়ার সার্ভিসের কর্মীরা। পরম মমতা ও যত্ন দিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে বিড়ালটি উদ্ধার করা হয়।

সচিবালয়ের কর্মচারী প্রত্যক্ষদর্শী সানি রহমান ও ফোরকান আহমেদ সময় সংবাদকে জানান, প্রায় এক সপ্তাহ ধরে একটি বিড়াল সচিবালয়ের প্রধান প্রাচীর এবং মেট্রোরেলের নির্মাণকাজের জন্য অস্থায়ীভাবে নির্মিত লোহার প্রাচীরের মধ্যে আটকা পড়ে। অসহায় বিড়ালটির ডাকাডাকি শুনে সচিবালয়ের অনেক কর্মকর্তা-কর্মচারী এটিকে উদ্ধারের উদ্যোগ নেন।

নানাভাবে চেষ্টা করেও কংক্রিটের প্রাচীর এবং লোহার তৈরি এই প্রাচীরের কোথাও কোনো ফাঁকা স্থান না থাকায় বিড়ালটিকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় লোহার দেয়ালের সামান্য ফাঁকা স্থান দিয়ে প্রতিদিন কিছু খাবার দেয়া হতো বিড়ালটিকে বাঁচিয়ে রাখার জন্য।

তারা আরও জানান, বিভিন্ন সময়ে বিড়াল সচিবালয়ের দেয়ালের ওপর দিয়ে হাঁটাহাঁটি করে থাকে। এমনই এক অসতর্ক মুহূর্তে বিড়ালটি মেট্রোরেলের চলমান নির্মাণকাজের সুবিধার্থে নতুন করে নির্মিত লোহার তৈরি অস্থায়ী প্রাচীর ও সচিবালয়ের মূল প্রাচীরের মধ্যে পড়ে যায়। কিন্তু সেখান থেকে বের হওয়ার কোনো ছিদ্র বা ফাঁকা স্থান না থাকায় বিড়ালটি বেশ কয়েক দিন ধরে আটকে থাকে।

একপর্যায়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ের ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর তাদের একটি ইউনিট বিড়াল উদ্ধারে চেষ্টা চালায়। স্বাভাবিক কোনো উপায়ে বিড়ালটি উদ্ধার করতে না পেরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে লোহার তৈরি দেয়ালের কিছু অংশ ভেঙে ফেলা হয়।

সচিবালয় ফায়ার সার্ভিসের ইনচার্জ রাহিদুর ইসলাম মীরা সময় সংবাদকে জানান, খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা একটি ইউনিট নিয়ে আসেন। আটকে পড়া বিড়ালটি উদ্ধারে কোনো স্বাভাবিক উপায় না পেয়ে তারা কাটার মেশিন দিয়ে লোহার তৈরি দেয়ালের কিছু অংশ কেটে এবং বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে লোহার পাতের মধ্যে ফাঁকা স্থান তৈরি করে বিড়ালটি বের হওয়ার পথ তৈরি করে দেন। এর কিছুক্ষণ পরই এক সপ্তাহ ধরে আটকে থাকা বিড়ালটি ওই পথে বের হয়ে আসে।

অনেক চেষ্টার পর বিড়ালটি উদ্ধার হওয়ায় সেখানে উপস্থিত সচিবালয়ের অনেক কর্মকর্তা-কর্মচারী উচ্ছ্বাস প্রকাশ করেন।

বন অধিদফতরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলা জানান, সচিবালয় থেকে উদ্ধারকৃত বিড়ালটি গৃহপালিত শ্রেণির। অনেকে মনে করেন বন বিড়াল (Jungle cat) ও গৃহপালিত বিড়াল একই প্রজাতির। মূলত গৃহপালিত বিড়াল বন বিড়াল থেকে আলাদা প্রজাতির।

বিড়ালটি উদ্ধারে সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকতা-কর্মচারী এবং ফায়ার সার্ভিসকর্মীদের প্রশংসা করেন জোহরা মিলা। তিনি বলেন, এটা খুবই মানবিক পদক্ষেপ, যা প্রশংসার দাবিদার। মানুষ হিসেবে সব প্রাণীদের প্রতি আমাদের এমন মমত্ববোধের পরিচয় দেয়া উচিত।