সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: আজ শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের ভি আই পি কনফারেন্স লাউঞ্জে “মোহম্মদ শামস্- উল ইসলাম : একজন কীর্তিমান ব্যাংকারের প্রতিকৃতি” গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়ে গেলো। বাংলাদেশের অর্থনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, কীর্তিমান ব্যাংকার রাষ্ট্রায়ত্ব অগ্রণী ব্যাংক লিমিটেড-এর সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম।
বহুমুখী প্রতিভায় উদ্ভাসিত অনন্য এ কর্মবীর শুধু বাংলাদেশের ব্যাংকিং সেক্টর নয় বাংলাদেশের অর্থনীতির জন্যই এক অমূল্য সম্পদ। তার কর্মদক্ষতা এবং নিরলস প্রচেষ্টায় বিপর্যস্থ অবস্থা থেকে অগ্রণী ব্যাংক আজ অনন্য এক উচ্চতায় আসীন। ‘বঙ্গবন্ধু কর্নার’ খ্যাত নন্দিত এ উদ্ভাবকের বহুমাত্রিক জীবন ও কর্মের আদ্যোপান্ত নিয়ে আরপি বাংলা ‘একজন কীর্তিমান ব্যাংকারের প্রতিকৃতি’ শিরোনামে বৈচিত্র্যময় এ গ্রন্থটি প্রকাশ করেছে। দৃষ্টিনন্দন প্রচ্ছদ, আংশিক রঙিন প্রায় পাঁচ শ পৃষ্ঠার বিশাল গ্রন্থটি এ সেক্টরের সাথে সম্পৃক্তদের ঋদ্ধ করবে নিঃসন্দেহে। মৌলভীবাজার জেলার কৃতি সন্তান জনাব মোহম্মদ শামস্-উল ইসলাম ছাত্র জীবনে একজন মেধাবী ছাত্র হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন, তাই তো তিনি অগ্রণী ব্যাংক এর ইন্টারভিউতেই শুধু প্রথম স্হান অর্জন করেননি , ট্রেনিংএও প্রথম হন । চাকুরি জীবনের শুরু থেকেই দেশের প্রত্যন্ত অঞ্চলে ফিল্ড লেভেলে শাখা , কর্পোরেট প্রধান হিসেব বেশির ভাগ সময় কাজ করেন, সিংগাপুরে অগ্রণী ব্যাংকের ফ্ল্যাগশীপ এক্চেনজ হাউসের সিইও এবং ডিরেক্টর হিসাবে দীর্ঘদিন সুনামের সাথে কাজ করে রেমিট্যান্স বৃদ্ধিতে বলিষ্ঠ ভূমিকা পালন করেন । তিনি একমাত্র ব্যাংকার যিনি তদবির ছাড়া ধাপে ধাপে অগ্রণী ব্যাংকের ডিএমডি পর্যন্ত পদে আসীন থেকে ২০১৫ সনে তিনি আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ( এমডি) হিসেবে নিয়োগ পান । এই ব্যাংকে সুনামের সাথে চাকুরির পরে ২০১৬ সালে তিনি যে ব্যংকে চাকুরির জীবন শুরু সেই মাদার ব্যাংক – অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ( এমডি ) ও সিইও পরিচালক হিসেবে নিয়োগ পান, এই ব্যাংকে জয়েন করার পর থেকেই পিছিয়ে পড়া ব্যাংককে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সে দিকে মনোনিবেশ করার লক্ষে ১০০ দিনের পরিকল্পনা করে কর্ম যজ্ঞে যাপিয়ে পড়েন এবং এগিয়ে যান । এ ক্ষেএে ব্যাংকের চেয়ারম্যান, পরিচালকবৃন্দ সহ সংশ্লিস্ট সবাইকে নিয়ে একসাথে কাজ করে রাস্ট্রীয় মালীকানাধীণ ব্যাংক গুলোর মধ্যে শীর্ষ স্থানে উন্নীত করতে সক্ষম হন । আজ আমরা সারা বাংলাদেশের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে যে “বংগবন্ধু করনার“ দেখতে পাই এর প্রথম উদ্যোগতা একমাত্র তিনিই । জিএম হওয়ার পর বংগবন্ধুকে কর্পোরেট লেভেল কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা জানানোর প্রয়াসে ২০১০ সালে তিনি অগ্রণী ব্যাংক মৌলভীবাজার আন্চলিক কার্যালয়ে “বংগবন্ধু করনার” শুরু করেন , যা তিনি ২০১৫ সালে আনসার ভিডিপি ব্যাংক এবং ২০১৬ সালে অগ্রণী ব্যাংকে চালু করেন , পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীকে “বংগবন্ধু করনার” এর ছবি দেখালে তিনি এর প্রশংসা করেন এবং সরকারী গেজেট এর মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিতে স্থাপনের নির্দেশনা আসে । এর পরেই এটি ছড়িয়ে পরে দেশে বিদেশে । অনুস্টানে প্রধান অতিথি হিসেবে মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি উপস্থিত থাকার কথা থাকলেও সংসদের ৫০ বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে সংসদে জরুরিভাবে চলে যাওয়ায় তিনি উপস্থিত থাকতে পারেন নি, তবে তিনি এ অনুষ্ঠানের সফলতা কামনা করেন । পরে বিশেস অতিথিদের মধ্যে স্বাধিনতা পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট অর্থনীতিবীদ ড. মো: খালেকুজ্জামান আহমদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব জনাব সাবেক সচিব, প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ইনাম আহমেদ চৌধুরী, ব্যাংকিং জগতের খ্যাতিমান ব্যক্তিত্ব এবং তিন বারের নির্বাচিত অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান , বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক ড. জায়েদ বখত , জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও সরকারের অতিরিক্ত সচিব শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিটাকের সুযোগ্য মহাপরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী, কর্মসংস্থান ব্যাংকের এমডি শিরীন আখতার , একুশে পদকপ্রাপ্ত কবি মহাদেব সাহা , লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল, যাকে নিয়ে বইটি লিখা সাবেক সরকারি দুটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহম্মদ শামস্-উল ইসলাম, অনুস্টানের সভাপতিত্ব করেন আর পি বাংলার কর্ণধার এবং বাংলাদেশ বিচিত্রা এর সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, এছাড়াও আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এর সাবেক সাধারণ সম্পাদক জনাব ওয়েছুর রহমান চৌধুরী,সিলেট সমিতি উত্তরার প্রতিস্টাতা সভাপতি ক্যাপ্টেন মিজানুর রহমান চৌধুরী , বংগবীর ওসমানী সৃতি পরিষদ এর সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ রাকিব খান, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ড.আসাদুজ্জামান খান, সারাবিশ্ব ডটকম এর সম্পাদক ও প্রকাশক মোকাম্মেল চৌধুরী মেনন, ঢাকা বিশ্ববিদ্যালয় জালালাবাদ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো. আসিফসহ বিশিষ্ট ব্যাংকার, কবি – সাহিত্যিক , মিডিয়া ব্যক্তিত্ব , উন্নয়ন কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন ।