এও এবং পিও পদের ৯ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি

ফাইল ছবি।

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নয়জন প্রশাসনিক কর্মকর্তা (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তা (পিও) নন-ক্যাডার সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে এই নয় কর্মকর্তাকে ক্যাডার বহির্ভূত সহকারী সচিব করা হয় বলে আদেশে উল্লেখ করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য পদোন্নতি প্রাপ্তদের ওএসডি করা হয়েছে।প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে অর্থ-বিভাগের মোহাম্মদ খাদেমুর রহমান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহিতুল হক সহকারী সচিব হয়েছেন। 

ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যে- রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের মো. মনিরুজ্জামান, মোহাম্মদ মনির হোসেন, সাইফুল ইসলাম, আবুল কাশেম ও মোহাম্মদ ছানোয়ার হোসেন সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন। 

সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলাম এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মনিরুল ইসলাম মিলন।