উপসচিব হিসেবে পদোন্নতি পেলেন আরও ২৪০ কর্মকর্তা

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিনিয়র সহকারী সচিব ও সমপর্যারের পদে কর্মরত ২৪০ জন কর্মকর্তকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল শনিবার তাদের পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে থাকা নয়জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

প্রশাসন ক্যাডারের ১৭৮ জন কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। এ ছাড়া অন্যান্য ক্যাডার থেকে উপসচিব হয়েছেন ৬২ জন কর্মকর্তা। পদোন্নতির তালিকায় রয়েছেন সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একান্ত সচিবরা (পিএস)। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি।

সূত্র জানায়, সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে মূল বিবেচ্য ছিল বিসিএস ২৯তম ব্যাচ। এ ছাড়া এর আগে পদোন্নতি বঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও উপসচিব পদে পদোন্নতির তালিকায় এসেছেন। প্রশাসনে উপসচিব পদে এমনিতেই নিয়মিত পদের চেয়ে বেশিসংখ্যক কর্মকর্তা রয়েছেন। পদোন্নতিপ্রাপ্তদের অনেককেই আগের পদে (ইনসিটু) কাজ করতে হবে। পদোন্নতির পর উপসচিব পদে কর্মকর্তার সংখ্যা হলো ১ হাজার ৭১৮ জন। এর আগে গত বছরের ১ নভেম্বর ২৫৯ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।