উন্নয়নশীল দেশের প্রক্রিয়া সময় নিয়ে বাস্তবায়ন করা হবে: অর্থ উপদেষ্টা

ছবি: সংগৃহিত।

সারাবিশ্বডটকম অনলাইন ডেস্ক: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করার প্রক্রিয়া হুট করে বাস্তবায়ন করবে না সরকার। সময় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। স্বাচ্ছন্দ্যে উত্তরণ করা যায় এমন পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিষয়টি দেখা হবে।

রবিবার বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আসিয়ানে যুক্ত হবার চেষ্টা করছে বাংলাদেশ। উদ্যোগ নেয়া হচ্ছে আরও নতুন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করার। যেখানে দেশের বাণিজ্য বাড়ানোর স্বার্থকেই প্রাধান্য দেয়া হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা বলেন, কারো চাপে নয়, দেশের স্বার্থেই নতুন চুক্তি করবে বাংলাদেশ। সিঙ্গাপুর বিশ্বের বত্রিশতম বৃহৎ অর্থনীতির দেশ এবং এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার।  

তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার পর বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ হবে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা হারানো। এর ফলে, বাংলাদেশের রপ্তানি পণ্যকে ঐ সব দেশের বাজারে প্রবেশের সময় সাধারণভাবে আরোপিত শুল্কের সম্মুখীন হতে হবে। ফলে, ঐ সকল দেশে বাংলাদেশের রপ্তানি বাজার সংকোচনের সম্ভাবনা রয়েছে।