উদ্ভাবনী সংবাদ ফলাও করে প্রকাশ হলে জাতি উপকৃত হয় – এমপি শাওন

এসবি মিলন :
ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মানুষ খারাপ খবরের পাশাপাশি ভালো খবরও জানতে চায়। সমাজে সংগঠিত বিভিন অপরাধের খবর যেমন মিডিয়ার মাধ্যমে মানুষ জানতে পারে ,তেমনী সাংবাদিকদের দায়িত্বশীল ভুমিকা পালনের মাধ্যমে দেশের সু সংবাদ গুলোও মানুষকে জানানো উচিৎ। রবিবার লালমোহন প্রেসক্লাবের এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি শাওন আরো বলেন, দেশে অনেক উন্নয়ন হয়, অনেক মানুষ অনেক কিছু আবিস্কার করে দেশকে উন্নতীর দিকে নিয়ে যায়। উন্নয়ন ও উদ্ভাবনী সংবাদ ফলাও করে প্রকাশ হলে জাতি উপকৃত হবে।
প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহাম্মদ, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর আ’লীগ সভাপতি ফকরুল আলম হাওলাদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল, ইউপি চেয়ারম্যান আবুল বাশার সেলিম ও লালমোহনে কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
২/৬/১৯ইং