ইসরায়েলে কী ঘটেছিল শনিবার ?

ছবি: সংগৃহিত।

সারাবিশ্বডটকম আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সীমান্ত এলাকার গোয়েন্দা নজরদারি এড়িয়ে শনিবার ভোরে ঝটিকা হামলা চালিয়ে ঢুকে পড়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এ ঘটনায় ইসরায়েলি সরকারকে তো বটেই বিশ্বের অনেক দেশের সরকারপ্রধানদেরও অবাক করে দিয়েছে। আসলে কী ঘটেছিল তার কিছু অংশ তুলে ধরা হলো–ভোর ৬টা ৩০, গাজা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ:

  • তখন স্থানীয় সময় ভোর ৬টা ৩০- এ একের পর এক রকেট ছুড়ে ইসরায়েলি বাহিনীকে তটস্থ করে রাখে হামাস। এ সময় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিমান হামলার সতর্কতামূলক সাইরে বাজতে থাকে। এর শব্দ তেল আবিব এবং বিয়ারসেবা পর্যন্ত শোনা যায়। 
  •  হামাস দাবি করেছে, তাৎক্ষণিকভাবে অন্তত ৫ হাজার রকেট ইসরায়েল অভিমুখে ছুড়েছে তারা। তবে ৫ হাজার নয়, আড়াই হাজারের মতো রকেট ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। 
  • রকেট যেসব স্থাপনায় আঘাত হেনেছে, সেখান থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। হামলা এবং সাইরেনের শব্দে আতঙ্কিত ইসরায়েলি লোকজন নিরাপদ আশ্রয়ে ঢুকে পড়ে।
  • এরপর হামাসের আল কাসেম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফ জানান, আমরা ‘আল-আকসা’ অভিযান শুরু করেছি। শত্রুর অবস্থান, বিমানবন্দর এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৫ হাজর রকেট ও শেল ছুড়েছি।  
  • রকেট হামলা চলার মধ্যেই সকাল ৭টার ৪০-এর দিকে ফিলিস্তিনি বন্দুকধারীরা ইসরায়েলের ভেতরে ঢুকে পড়ে।
  •  বেশির হামাসের যোদ্ধারা গাজা-ইসরায়েলের নিরাপত্তা বেষ্টনী ভেঙে অনুপ্রবেশ করে। তাদের বহনকারী একটি গাড়ি ইসরায়েলের উপকূলীয় শহর জিকিমের দিকে অগ্রসর হয়। ওই সময় হামাসের একজন যোদ্ধাকে একটি প্যারাসুটে চড়ে ঢুকতে দেখা যায়। ওই সময় থেকে সংঘর্ষের শুরু। 

৯টা ৪৫-এ ইসরায়েলের পাল্টা হামলা 

  •  সকাল ৯টা ৪৫-এ অবরুদ্ধ গাজায় শক্তিশালী বিস্ফোরণের খবর আসে। ঠিক ১০টার দিকে ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, গাজায় বিমান হামলা শুরু  হয়েছে।

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে সংঘর্ষ

  •  ইসরায়েলি সামরিক বাহিনী সকাল ১০টায় আরও জানায়, ফিলিস্তিনি যোদ্ধারা সীমান্তের চারপাশে অন্তত তিনটি সামরিক স্থাপনায় অনুপ্রবেশ করেছে।
  •  কিছুক্ষণ পরই দেখা যায়, ইসরায়েলের সীমান্তবর্তী শহরগুলোয় অস্ত্র নিয়ে ছোটাছুটি করছে হামাসের যোদ্ধারা। বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হয়। আত্মরক্ষার্থে তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়তে থাকে নিরাপত্তা বাহিনী।
  •  এরপরই হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরি বিবৃতিতে আহ্বান জানিয়ে বলেছেন, আমাদের সবাইকে এই যুদ্ধে লড়তে হবে, বিশেষ করে পশ্চিম তীরের প্রতিরোধ যোদ্ধাদের। 

হতাহত কত?

  •  বিভিন্ন সূত্রের বরাতে বিবিসি ও আল জাজিরা জানিয়েছে, হামাসের রকেট হামলা ও অভিযানে আড়াই শতাধিক ইসরায়েলি প্রাণ হারিয়েছেন। আহত হয়ে অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, হামাসের যোদ্ধারা ঘরে ঘরে ঢুকে বেসামরিক নাগরিকদের হত্যা করছে।
  •  এদিকে গাজার স্বাস্থ্য বিভাগ দাবি করেছে, ইসরায়েলি আগ্রাসনে অন্তত ২৩০ জন ফিলিস্তিনি নিহত হন। আহতের সংখ্যা প্রায় ২ হাজার।