ইরানি সেনার ওপর জঙ্গি হামলা; নিহত ২৭

অনলাইন ডেস্ক : ফের বড়সড় নাশকতায় রক্তাক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরান। জঙ্গি হামলায় দেশটির এলিট ফোর্স হিসেবে সুখ্যাতি অর্জন করা ইরানি রেভলিশউনারি গার্ডসের অন্তত ২৭ সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাসকে লক্ষ্য করে চালানো এ হামলায় আহত হয়েছেন আরও ১০ সদস্য।
জানা গেছে, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সিসতান-বেলুচিস্তান প্রদেশের মধ্যবর্তী স্থানে আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনাটি ঘটানো হয়। হামলায় বড়সড় ক্ষতি হয়েছে। জারি করা হয়েছে সতর্কতা। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জাইশ আল-আদল।
উল্লেখ্য, ২০১৭ সালে ইরানের জাতীয় আইনসভায় হামলা চালানো হয়। সেই হামলায় নিহত হয় ২৩ জন। পরে তার দায় নেয় ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিরা। এরপর ইরানের জাতীয় দিবসে আরও একবার হামলার শিকার হয় দেশটির সেনা। সেই ঘটনার পর ভয়াবহ নাশকতায় রক্তাক্ত হল ইরান।