সারাবিশ্বডটকম অনলাইন ডেস্ক: ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব আর্ট সিনেমাস CICAE – Arthouse Cinemas একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী আর্ট সিনেমা বা বিকল্প চলচ্চিত্র প্রেক্ষাগৃহ এবং প্রদর্শনকারীদের প্রতিনিধিত্ব করে। CICAE – Arthouse Cinemas আর্ট সিনেমা ও স্বাধীন চলচ্চিত্রের বিশ্ব বিপনন ও প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। CICAE বর্তমানে ইউরোপ, আমেরিকা, এশিয়া, এবং আফ্রিকার বিভিন্ন দেশের সিনেমা হল ও ফিল্ম ফেস্টিভাল গুলিকে অন্তর্ভুক্ত করেছে ও করে যাচ্ছে, যারা মূলত আর্ট ফিল্ম প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। CICAE – Arthouse Cinemas ও ইউরোপের আরেকটি উল্লেখযোগ্য সংগঠন Europa Cinemas এর সঙ্গে যৌথ উদ্যোগে ২০১৬ সালে European Arthouse Cinema Day প্রথমবার আয়োজিত হয়। প্রতি বছর ইউরোপের বিভিন্ন প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাগন European Arthouse Cinema Day এর এম্বাসেডর হিসেবে যুক্ত থাকেন আর তাদের সমসাময়িক সিনেমা গুলি প্রদর্শীত হয়ে থাকে। ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম এন্ড মিডিয়ার হাত ধরে ইউরোপীয়ান আর্ট হাউজ সিনেমা ডে এর ২০২৪ সালের ৯ম আসরের সহযাত্রী হয়েছে বাংলাদেশ। আগামী ২২ নভেম্বর ২০২৪ সালে শিক্ষা ও সংস্কৃতির নগরী ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে (টাউন হল) দিনব্যাপি সমসাময়ীক ইউরোপীয়ান আর্টহাউজ চলচ্চিত্র প্রদর্শনী, সিনেমা নিয়ে আলোচনা, ময়মনসিংহ শহড়ের ঐতিহাসিক স্থানসমূহ ভ্রমণ, স্থানীয় সুস্বাদু খাবার এবং বেশ কিছু ইউরোপীয়ান আর্টহাউজ সিনেমার পাশাপাশি একটি বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বাংলাদেশ প্রিমিয়ার আয়োজন করা হবে। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশে ফ্রান্সের মান্যবর রাষ্ট্রদূত মেরি মাসদুপুই প্রধান অতিথি হিসেবে উক্ত আয়োজনে স্বশরীরে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রদান করেছেন। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনেস্কোর বাংলাদেশের প্রধান ড. সুসান ভাইজ । এছাড়াও ময়মনসিংহের জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলম, বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. প্রদীপ চন্দ্র কর অতিথি হিসেবে থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার হোসেন। উক্ত আয়োজনে অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান ড. মিশাল ক্রিঝা ও ইউরোপিও ইউনিয়নের ক্লাইমেট চেঞ্জ দলের বাংলাদেশ প্রতিনিধী প্রধান মি. হুবার্ট ব্লম। অনুষ্টানে ইউরোপিয়ান আর্টহাউজ সিনেমাস্ ও সিনেমা বিষয়ক আলোচনা পর্বে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা শুভাশীষ রায়, লেখক ও শিক্ষক উম্মে ফারহানা এবং জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক মনোজ প্রামাণিক উপস্থিত থাকবেন। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত হলেও আমন্ত্রণ পত্রের ব্যবস্থা রয়েছে যা প্রবেশ পত্র হিসেবে কাজ করবে। তা ছাড়া অনলাইনে ফ্রী রেজিষ্ট্রেশনের মাধ্যমেও আমন্ত্রণ পত্র সংগ্রহ করা যাবে।