সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে সেখানে রুশ সেনা পাঠানোর নির্দেশের পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও এর মিত্ররা। এসব নিষেধাজ্ঞার মধ্যে বিশেষ করে যুক্তরাষ্ট্রকে নিয়ে এবার নিরবতা ভাঙলো রাশিয়া। আজ বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞার কঠিন জবাব দেয়া হবে। খবর আল-জাজিরার।
এর আগে, ইউক্রেনের ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় এবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর জারি করা এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার সামরিক ব্যাংকসহ মোট দুইটি অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে। একইসাথে ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কে যেকোনো ধরনের পুঁজি বিনিয়োগ, ব্যবসা বা অন্য কোনো ধরনের লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। তার এ সংক্রান্ত নির্দেশে বলা হয়েছে, যেকেউ এই নির্দেশ লঙ্ঘন করবে তাকে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।এদিকে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেছেন, পশ্চিমা দেশগুলোর জারি করা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে মার্কিনিদের পাশাপাশি পুরো বিশ্বকে মারাত্মকভাবে ক্ষতির মুখে ফেলে দেবে। তবে এরপরও মস্কোর বৈদেশিক নীতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে না। আজ বুধবার রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন।
আনাতোলি আন্তোনভ আরও বলেন, এতে কোনো সন্দেহ নেই যে আমাদের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো বিশ্বব্যাপী আর্থিক এবং জ্বালানি বাজারকে ক্ষতিগ্রস্ত করবে। এই নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে প্রভাব পড়বে এবং দ্রব্যপণ্যের দাম যে হারে বৃদ্ধি পাবে তার মূল্য চুকাতে হবে সাধারণ মার্কিন নাগরিকদের বলেও তিনি সতর্ক করেন।