আশরাফুলের প্রেমে সুনামগঞ্জে ভারতীয় তরুণী, চান বাংলাদেশি নাগরিকত্ব

ফাইল ছবি।

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: ফেসবুকে পরিচয়। তারপর প্রেম। প্রেমের এই সম্পর্ক পরিবার মেনে নিলেও বাধা ভৌগোলিক সীমানা। তাই ভালোবাসার টানে কাঁটাতারের সীমানা পেরিয়ে বাংলাদেশে এসে ভারতীয় তরুণী কারিশমা শেখ গত ১৯ জুলাই ইসলামী শরিয়ত অনুযায়ী সুনামগঞ্জের আশরাফুলের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এ নিয়ে এলাকায় উৎসবের আমেজ বইছে। আশপাশের গ্রামের লোকজনও ভারতীয় বধূকে এক নজর দেখার জন্য ভিড় করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের আসাম প্রদেশের শোনিতপুর বালিডাঙ্গা গ্রামের আবদুল কাসিম শেখের মেয়ে কারিশমা শেখের সঙ্গে তিন বছর আগে পরিচয় হয় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চরগাঁও গ্রামের আলফাজ উদ্দিনের কলেজ পড়ুয়া ছেলে আশলাফুলের। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। বিষয়টি জানাজানি হলে মেনে নেয় দুজনের পরিবার। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় সীমান্তের কাঁটাতার। অবশেষে সব বাধা ডিঙিয়ে পরিবারের সহযোগিতায় বৈধভাবে গত ১৬ জুলাই বেনাপোল সীমান্ত হয়ে আশরাফুলের বাড়িতে আসেন এই তরুণী। ১৯ জুলাই সুনামগঞ্জ নোটারি পাবলিকের কাছে হলফনামা সম্পন্ন করে বিয়ে করেন তারা। বৈবাহিক সূত্রে এখন বাংলাদেশের নাগরিকত্ব চান কারিশমা শেখ। জানা যায়, ১৯ বছর বয়সী কারিশমা শেখ ভারতের আসাম প্রদেশের ডিকেরায় হায়ার সেকেন্ডারি স্কুল থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। বাবা আবদুল কাসিম শেখ এলাকার একটি জামে মসজিদে ইমামতি করেন। দুই ভাই এক বোনের মধ্যে কারিশমা শেখ সবার বড়। এখন স্বামীর সঙ্গে বাংলাদেশে থাকতে চান তিনি।