আরএসএফ এর প্রতিবেদন অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ফাইল ছবি।

সারাবিশ্বডটকম অনলাইন ডেস্ক: বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এর প্রতিবেদন অসম্পূর্ণ, অপর্যাপ্ত এবং বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। 

সোমবার আরএসএফ’র সাম্প্রতিক প্রতিবেদন ও র‌্যাঙ্কিং নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের কল্যাণে ও গণমাধ্যমের বিকাশে সরকার যে ধারাবাহিক ভূমিকা রেখে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে তার অবমূল্যায়ন করা হয়েছে। প্রতিবেদনটি পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে তিনি বলেন, আগামী প্রতিবেদনে তাদের (আরএসএফ) ভুল তথ্য সংশোধন করে বাস্তবতার প্রতিফলন ঘটবে।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে, তবে উন্নত দেশের পর্যায়ে না পৌঁছালেও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অনেক ভালো।

প্যারিসভিত্তিক আরএসএফ’র গবেষণায় মুক্ত গণমাধ্যমের অবস্থানে  ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৩ তম। এটিকে ‘অসত্য তথ্য’ উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, অনেক দেশ এই রেফারেন্স ব্যবহার করছে। যা ভুল। এখন সময় এসেছে ভুলগুলো ধরিয়ে দেওয়ার।

এ প্রতিবেদনে সাংবাদিকদের কল্যাণে ও গণমাধ্যমের বিকাশে সরকার যে ধারাবাহিক ভূমিকা রেখে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে অবমূল্যায়ন করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের প্রতিবেদনকে উদাহরণ টেনে সরকার বিরোধীরা দেশ ও দেশের বাইরে থেকে বাংলাদেশকে নিয়ে নেগেটিভ ব্রান্ডিংয়ে লিপ্ত।