আফ্রিকা থেকে আসা ৭ জনকে কঠোর কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা ৭ জনকে কঠোর হোম কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটি‌র বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সম্প্রতি বাংলাদেশে আসা ৭ জনের নামের তালিকা আমরা পেয়েছি। এদের মধ্যে ৫ জনের বাড়ি কসবায় এবং ২ জনের বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলায়। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে, তদন্ত করে যেন তাদের কঠোর হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়।