সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) আরও সাত দিন মেলার কার্যক্রম বাড়ানোর দাবি জানিয়েছেন মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা। মঙ্গলবার বাণিজ্যমন্ত্রীর কাছে এক লিখিত চিঠিতে এই দাবি জানানো হয়।
চিঠিতে বলা হয়- শৈত্যপ্রবাহের কারণে রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি ও বৈদ্যুতিক মিস্ত্রির সংকট ছিল। তাই মেলায় বরাদ্দকৃত স্টল তৈরিতে সাত দিন সময় বেশি লেগে গেছে। তবে আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র জানায়, মেলা আগামী ৩১ জানুয়ারি শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠিতে ব্যবসায়ীরা বলেছেন, মেলায় ব্যবসা শুরু করতে দেরি হয়েছে। সময় বাড়ানো না হলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন। তাছাড়া এ মাসে টঙ্গীতে দুই দফা ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এই দুইবার তিন দিন করে মোট ছয় দিন রাস্তায় যানজট ছিল। ফলে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি কম ছিল। এছাড়া পূর্বাচল ৩০০ ফুট মহাসড়কে একদিন ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সেদিনও মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি কম ছিল। এই পরিস্থিতিতে মেলার সময় বাড়ানো না হলে অনেক পণ্য অবিক্রীত থেকে যাবে। যে কারণে ক্ষতি এড়াতে ৩১ জানুয়ারির পর আরও সাত দিন বিনা ভাড়ায় মেলায় বেচাকেনা করার অনুমতি চাওয়া হয়েছে।
বাণিজ্য মেলার পরিচালক ও আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ গণমাধ্যমকে বলেন, এ বছর আর মেলা বাড়ানোর সুযোগ নেই। আমরা সমাপনী অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। সব কাজ নিয়ম করে চলছে। আগামী ৩১ জানুয়ারি মেলার সমাপনী অনুষ্ঠান হবে। এজন্য সব ধরনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ জানুয়ারি রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন। এতে দেশ-বিদেশের ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনিপ্যাভিলিয়ন অংশ নিয়েছে। যা গত বছরের চেয়ে ১২৬টি বেশি।