“আন্তঃনগর বিরতিহীন ট্রেন” দ্রুত চালুর দাবীতে কমলাপুর রেলওয়ে স্টেশনে মানববন্ধন

সারাবিশ্বডটকম অনলাইন ডেস্ক: সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ‘আন্তঃনগর বিরতিহীন ট্রেন’ ও বিভিন্ন সেবা দ্রুত চালুর দাবীতে দেশব্যাপী মানববন্ধনের অংশ হিসেবে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি ৭ অক্টোবর ২০২৩, শনিবার সকাল ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন সমূখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৫ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন পরিষদের সহ সভাপতি ক্যাপ্টেন মিজানুর রহমান চৌধুরী, পরিষদের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ কুতুর উদ্দিন সোহেল মানববন্ধনে ৫ দফা দাবী তুলে ধরেন মানববন্ধনকারীদের দাবীসমূহের মধ্যে রয়েছে ঢাকা-সিলেট এবং সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে পরিষদের দাবীকৃত এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত ২টি আন্তঃনগর বিরতিহীন ট্রেন দ্রুত সময়ে চালুকরণ আখাউড়া-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে মন্ত্ৰী পরিষদ কর্তৃক অনুমোদিত ব্রডগেজের কাজ দ্রুত বাস্তবায়ন।

ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে সিলেট বিভাগের বাহিরে আন্তঃনগর ট্রেনগুলোর স্টফেজ বন্ধ করে উক্ত এলাকার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুকরণ। ঢাকা- সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে আন্তঃনগর ট্রেনগুলোকে আরামদায়ক ও নিরাপদ ভ্রমনের জন্য টিকেট বিহীন যাত্রীদের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করণ। পারাবত এক্সপ্রেসের পুরাতন জরাজীর্ণ কোচগুলোর পরিবর্তে নতুন কোরিয়ান কোচগুলো প্রতিস্থাপন দাবী জানাচ্ছি। মানববন্ধনে আরো যারা বক্তব্য দিয়েছেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এ.এইচ সাইদুল হক চৌধুরী, সদস্য সচিব ইন্তেসার আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকেশ রঞ্জন তালুকদার, অর্থ সম্পাদক এশতাকুর রহমান। দপ্তর সম্পাদক ফাহমির হাবিব চৌধুরী, প্রিন্ট ও মিডিয়া সম্পাদক সালাম মাহমুদ,কৃষি বিষয়ক সম্পাদক মো আব্দুস সালাম, পরিবেশ বিষয়ক সম্পাদক সারোয়ার খান ফারুক, মোঃ আহুসমালাম, জনসংযোগ সম্পাদক মোঃ আব্দুর রউফ, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক, পরিষদের নির্বাহী সদস্য এ.এফ সাইফুদিন, জমসেদ আলী খান, মোঃ ইমরান আহমেদ, নূরুল হক মোল্লা, আলমগীর হোসেন ইমন, বিশিষ্ট সমাজ সেবক মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন, এডভোকেট নিজাম উদ্দিন, আবুল মুজিব রোকন, এনামুল হক জয়নাল, জীবন রহমান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।