আজ ঢাকাস্থ বাহুবল উন্নয়ন ফোরাম এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সভায় বক্তব্য রাখছেন সমিতির সাধারণ সম্পাদক এড: আবুল কালাম আজাদ

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: আজ ঢাকাস্থ বাহুবল উন্নয়ন ফোরাম এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঐক্যবদ্ধ হয়ে বাহুবলবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার।

সভাপতি কর্নেল ডা: শাহ আবিদুর রহমান আবিদ সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড: আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সর্বজনাব জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন চৌধুরী, হবিগঞ্জ সমিতির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা: কামরুল হাসান তরফদার, মেজর (অব:) তাহের উদ্দিন আখঞ্জি, হবিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ড.সৈয়দ শাহ এমরান, সিআইডি’র অতি: এসপি মো: নজরুল ইসলাম, মোবারক হোসেন, লায়ন প্রমোদ পাল, মাহবুব আলম মালু, মাও: আনোয়ার হোসেন সালেহী, সংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, নেওয়াজ চৌধুরী, শেরে বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো: কামরুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাছাড়া এড: জয় কুমার গোপ, মাও: আবু দাউদ মুহাম্মদ জাকারিয়া, লেখক-গবেষক ড. নাজমুল ইসলাম, শাহ আলম কবির, শাহ মো: আব্দুল আজিজ, মাও: সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, এড: আল রেজা মো: আমির, এড: এম এ মুহিত, সুবীর দেব, মেনন চৌধুরী, আফম সিরাজুল ইসলাম শামীম, লেখক সাইফুল ফারুকী, মাও: নিজাম উদ্দিন আল আদনান, মোবাশ্বির আহমাদ, মাহবুবুর রহমান, আবু সাঈদ, এম এ এইচ ইমন খান, নাঈম রহমান সোহাগ, আসাদুর রহমান মুরাদ, সৈয়দা জিন্নাত আরা স্বপ্না, ফারহানা জান্নাত রুমা, প্রিমা খাতুন, সালেহ বেগম চৌধুরী, নাফিজ চৌধুরী, নাজিয়া চৌধুরী প্রমৃখ নেতৃবৃন্দ উপস্থিত থেকে শুভেচ্ছা জানান। সংগঠনের শুন্যপদ পূরণ করতে কর্নেল ডা: শাহ আবিদুর রহমান আবিদ সাহেব কে সংগঠনের সভাপতি ও সিআইডি’র অতি: এসপি মো: নজরুল ইসলাম সাহেব কে সহ-সভাপতি মনোনীত করা হয়। সংগঠনের উপদেষ্টা সর্বজনাব মেজর (অব:) তাহের উদ্দিন আখঞ্জি, ডা: বেলায়েত হোসেন সিদ্দিকী, মোবারক হোসেন, গোলাম মুহিত সাহেব কে মনোনীত করা হয়। অনুষ্ঠান শেষে সদ্য প্রয়াত সভাপতি এম এস মিয়া সাহেব সহ মৃত সকলের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।