আজ কেউ পাননি মডার্নার টিকা

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ৭৬ লাখ ৪১ হাজার ৮৭৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে এক কোটি ১৯ লাখ ২৮ হাজার ৫৩৯ ডোজ।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৮৪ লাখ ৭৪ হাজার ৫৭০ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন এক কোটি ৯১ লাখ ৬৭ হাজার ৩০৮ জন। আর আজ দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৫৭৩ ডোজ টিকা। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা।

রবিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫৩ হাজার ৭১৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক হাজার ৪৬৮ জনকে।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২২ হাজার ৭২৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৯ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ৫১ হাজার ৫৭৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই লাখ ৪০ হাজার ৭০ জন। 

মডার্নার টিকা আজ কাউকে দেওয়া হয়নি।

এছাড়া এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৫ কোটি ৪৫ লাখ ৮১ হাজার ২৯১ জন।