আগামী ৬ মাস থেকে ১ বছরের মধ্যে চালু হবে সার্বজনীন পেনশন ব্যবস্থা : অর্থমন্ত্রী

আ হ ম মুস্তফা কামাল

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যে সকল নাগরিকের জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অর্থমন্ত্রী। এ সময় অর্থমন্ত্রী আরও জানান, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও এ কর্মসূচির আওতায় আসতে পারবেন। এখানে একজন রিক্সাচালক, শ্রমিক চাকরিজীবী সবাই এতে অংশ নিতে পারবেন। এখানে মাসিক হিসাব ভিত্তিতে চাঁদা দেবেন সরকারও সমপরিমাণ অর্থ দিয়ে অবসরকালে তা সংশ্লিষ্টদেরকে ফেরত দেবে সরকার। 

তিনি আরও বলেন, ১৮-৫০ বছর বয়সী দেশের নাগরিক এর আওতায় আসতে পারবেন। সংবিধান অনুযায়ী এটা সকল নাগরিকের মৌলিক অধিকার। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকার একটি আইন ও কর্তৃপক্ষ গঠন করবে।