আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন তাজউদ্দিন কন্যা সিমিন হোসেন রিমি

সিমিন হোসেন রিমি। ফাইল ছবি।

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন তাজউদ্দিন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি এমপি। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে এ ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর মাধ্যমে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তালিকায় আরেকজন নারী যুক্ত হলেন। তবে প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরীর মৃত্যুতে তার পদটি এখনো শূন্য রয়েছে।  এছাড়াও সম্মেলনে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক করা হয়েছে জাহানারা বেগমকে।