সারাবিশ্বডটকম অনলাইন ডেস্ক: আবারও কালো কোট ও গাউন গায়ে আইন পেশায় ফিরেছেন সদ্য সাবেক হওয়া তিন মন্ত্রী। টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগের গঠন করা সরকারের মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন তারা। গতকাল থেকে তারা আবার সুপ্রিম কোর্টে এসে আইন পেশার কার্যক্রম শুরু করেছেন। সাবেক এই তিন মন্ত্রী হলেন- রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। এর মধ্যে শুধু অ্যাডভোকেট মাহবুব আলী নির্বাচনে পরাজিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নতুন সরকারের মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তনের ফলে পুরনো মন্ত্রিসভার ২৮ জন বাদ পড়েন। সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের চেম্বারে তিন মন্ত্রী আড্ডা দিয়েছেন। সেখানেই কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। তারা বলেন- মন্ত্রী থাকাকালীন সময়ে আইন পেশা ও সুপ্রিম কোর্ট অনেক মিস করেছি। আজ (গতকাল) থেকে আবার চিরচেনা জায়গায় ফিরে এলাম। সবাইকে দেখে খুব ভালো লাগছে। এখন থেকে আইনজীবী বন্ধুদের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা হবে বলে আশা প্রকাশ করেন তারা