সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্প নেই। সরকারের ত্রুটি বিচ্যুতি আছে স্বীকার করে মন্ত্রী আরও বলেন, অন্য কেউ দায়িত্ব নিলে দেশ পরিচালনা করতে পারবে না।
মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও জমির অধিকার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেমিনারে মন্ত্রী বলেন, ব্রিটিশরা জমির এক অদ্ভুত বৈষম্যমূলক বণ্টন চালু করে যায়। যা পরবর্তীতে কোন সরকারই সংস্কারের উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার সংস্কারে বিশ্বাস করে। শুধু ভূমি আইন নয় বরং অনেক ক্ষেত্রেই সংস্কার করা হয়েছে। যার উদ্যোগ আগে কেউ নেয়নি।