সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে।আজ রবিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন কামারুম মুনিরা, মো. আমিনুর রহমান, মো. স্নিগ্ধ আখতার, মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, মো. তরিকুল ইসলাম, মো. মুকিত হাসান খাঁন, মো. রেজিনুর রহমান, মো. আলমগীর রহমান, মো. ইব্রাহিম হাসান, মীর আবিদুর রহমান, মোহাম্মদ আমিনুল হক বাপ্পী।
তাদের পুলিশের বিভিন্ন ইউনিট ও জেলা পর্যায়ে বদলি/পদায়ন করা হয়েছে।